বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের রাষ্ট্রয়াত্ত চিনিকলগুলোকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করাসহ ৩ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট চিনিকল কৃষি বিভাগের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, জিএম তারেক ফরহাদ, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদ আহসান হাবিব রুমেল ও প্রধান সমন্বয়ক মোঃ টিপু সুলতান।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের রাষ্ট্রয়াত্ত চিনিকল সমুহের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত ও শিল্প মন্ত্রনালয় থেকে স্থানান্তর করে কৃষি মন্ত্রনালয়ে অন্তভুক্তি করতে হবে। এছাড়া চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কৃষি বিভাগের কর্মরত কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদসহ সকল ইক্ষু উন্নয়ন সহকারী সিআইসিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্তর্ভুক্ত করে ইক্ষু সম্প্রসারণ উইং গঠন করতে হবে।