রবিবার মাতারবাড়ি বন্দর পরিদর্শনে দুই দিনের সফরে কক্সবাজার আসছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। তার এই সফরকে কেন্দ্র করে একটি প্রস্তাবিত সফরসূচী প্রকাশিত হয়েছে, যা মাতারবাড়ী প্রকল্পের অগ্রগতি এবং উন্নয়ন কার্যক্রম মূল্যায়নে সহায়ক হবে।
সফরের প্রথম দিন রবিবার (২০ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল দুপুর ১২:৪০ মিনিট নাগাদ কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মাতারবাড়ী উদ্দেশ্যে যাত্রা করবেন।
সেখানে পৌঁছে মাতারবাড়ী CPGCBL টাউনশীপ গেস্ট হাউজে মধ্যাহ্ন বিরতি নেওয়া হবে এবং সম্মেলন কক্ষে একটি ব্রিফিং সভায় অংশগ্রহণ করবেন। এরপর বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রকল্পের বিভিন্ন স্থান পরিদর্শন শুরু হবে। তিনি নৌবাহিনীর বোটের মাধ্যমে এসপিএম, মাতারবাড়ী চ্যানেল ও ব্রেক ওয়াটার প্রকল্প পরিদর্শন করবেন।
পরদিন সোমবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় তিনি কক্সবাজার থেকে আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
২ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে