মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ মোঃ শফিউল আলম (৫৫) নামে একজনকে আটক করেছে বিজিবি।
রোববার (২০অক্টোবর) ভোরে টেকনাফ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাস উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি টেকনাফ শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত সুলতান আহমেদ এর পুত্র।
বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ মোঃ শফিউল আলম (৫৫) নামে একজনকে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাস উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসা স্বীকার করেন সে মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য মজুদ করেছিল। আটক আসামিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
২ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৩ মিনিট আগে
২ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ১৩ মিনিট আগে