কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে রোকসানা আক্তার (১৭) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরালখালী এলাকায় এই ঘটনা ঘটে।নিহত কিশোরী রোকসানা আক্তার ওই এলাকার জাকের আহমদের মেয়ে। স্থানীয় ইউপি মেম্বার আরজু আরা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে আকাম হঠাৎ অন্ধকার হয়ে যায়। এর কিছুক্ষণ পর বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসময় রোকসানা আক্তার বাড়ির উঠানে শুঁকাতে দেয়া কাপড় আনতে বের হয়। হঠাৎ করে একটি বজ্রপাত ওর শরীরে এসে পড়লে, সে ঘটনাস্থলে মারা যায়।সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, রোকসানা আক্তার নামের এক কিশোরী বজ্রপাতে নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে স্থানীয় ইউপি মেম্বারকে পাঠিয়েছি। এছাড়াও প্রশাসনকে জানানো হয়েছে।
১ মিনিট আগে
১ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ২ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে