পাওয়া টাকা চাওয়ায় সিরাজগঞ্জে রহিম ফ্লাওয়ার মিলের মালিক আশফাক (৩৫) নামের এক ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সকাল থেকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে ঘন্টা ব্যাপী বিক্ষোভ করছে স্বজন ও স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছা পাড়া হাজী রহিম ফ্লাওয়ার মিলের পাশে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত আশফাক পৌরসভার নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার হাজী আব্দুর রহিমের ছেলে।
নিহতের বড় ভাই রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আমাদের ফ্লাওয়ার মিল থেকে একই এলাকায় এঞ্জেল ফুডস্ নামে বিস্কুট কারখানার মালিক ময়দা নিতে। এইর ধারাবাহিকতায় প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার বাকি হয়। এই পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে গলা টিপে হত্যা করে পালিয়ে গেছে কারখানার মলিক ও শ্রমিকেরা। পরে স্থানীয়রা তাকে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে শহরের আবিসিনা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বজনরা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হলে বোঝা যাবে এটি হত্যা কি না। এবিষয়ে ওই ফ্যাক্টরির থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হচ্ছে।
৪ ঘন্টা ২ মিনিট আগে
৮ ঘন্টা ৫ মিনিট আগে
৮ ঘন্টা ১২ মিনিট আগে
৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯ ঘন্টা ৩৯ মিনিট আগে