বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী লাস্ট মাইল ডেলিভারি নেটওয়ার্ক ফাস্টট্র্যাক এক্সপ্রেস নামক কুরিয়ার সার্ভিসের জয়পুরহাটের একটি শাখা অফিসের উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শহরের সদর রোড় সিও কলোনি এই উদ্ভোধন করেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
এসময় জয়পুরহাট এজেন্সি শাখার প্রধান নেওয়াজ মোর্শেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান, ফাস্টট্র্যাক এক্সপ্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল তালুকদারসহ জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মিজানুর রহমান মিন্টু, রেজাউল করিম রেজা, সোহেল আহমেদ লিও, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ, সাংবাদিক মাহফুজ রহমান ও রাজশাহী বিভাগের ফাস্ট ট্র্যাক কুরিয়ারের এজেন্ট সহ স্থানীয় সুধিজনরা।
অনুষ্ঠানে এক্সপ্রেস ডেলিভারি, স্ট্যান্ডার্ড ডেলিভারি, ই-কমার্স লজিস্টিকস, স্পেশালাইজ সার্ভিস, প্রযুক্তি এবং অবকাঠামো, গ্রাহক ফোকাসসহ বিভিন্ন পরিষেবা নিয়ে ক্লায়েন্টদের দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার আশা ব্যক্ত করেন কর্তৃপক্ষরা।