প্রতিভা বিশ্বাসের ১৩ তম জম্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরিমল বিশ্বাস
প্রতিভা বিশ্বাস এর ১৩ তম জম্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরিমল বিশ্বাস।শুভ জন্মদিন আদরের ভাতিজি প্রতিভা বিশ্বাস । তুমি সবসময়ই আমার খুব আদরের ও স্নেহের। তোমার জন্মের সময় কত যে খুশি হয়েছিলাম বলে বোঝানো যাবে না। তুমি যেন পুরো পরিবারে আলো নিয়ে এসেছিলে। সত্যি আজ আনন্দের দিন। পরিবারের একজন আদরের সন্তান, তুমি আজ তোমার ১৩ তম জন্ম দিন, সত্য অনেক ভাল লাগছে। কিন্তু আজকের এই সুন্দর মুহূর্তে তোমাকে কথা দিতে হবে তুমি সারাজীবন সৎ ও দায়িত্বশীল জীবন যাপন করবে, সকলেই ভালোর জন্য নিরলস পরিশ্রম করবে সেই সাথে বংশের মুখ উজ্জ্বল করতে হবে, জীবনে অনেক পরিশ্রম করতে হবে, নিজের সফলতার প্রতি দৃষ্টি দিতে হবে। আশা করি ভালকরে পড়াশোনা করবে যেন ভালো ফলাফল করতে পারো। নিজেকে অনেক দুর এগিয়ে নিয়ে যেতে হবে। জন্ম দিনের অসংখ্য শুভেচ্ছা ও ভালবাসা রইল।আবার ও জম্মদিনের শুভেচ্ছা রইল