প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ একীভূত করার অনুমোদন দিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রী ও সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের একত্রিতকরণে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি বিভাগ ২০১৭ সালে কাজের সুবিধার জন্য আলাদা করা হয়েছিল। কিন্তু এরপর থেকে বিভাগের মধ্যে মতানৈক্য তৈরি হয়। তাই বর্তমান সরকার একত্রিত করার পরিকল্পনা করছে। যাতে আর্থিক ব্যয় কমে ও কাজের গতি বাড়ে।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে সুরক্ষা সেবা বিভাগের দায়িত্বও দেয়া হয়েছে। তিনি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে একত্রিতকরণের বিষয়ে আলোচনা করেছেন।
চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের একীভূতকরণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিবে।
দুই বিভাগের মধ্যে দ্বন্দ্বের কারণে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে পাসপোর্ট ইস্যু, বিদেশে পদায়ন ও সহায়ক জনবলের ঘাটতি বিষয়গুলো সমস্যা তৈরি করেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুই বিভাগ একত্রিত হলে অভ্যন্তরীণ সমস্যা কমবে। কাজের সুবিধা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়েও একই ধরনের বিভাগ বিভক্তি ঘটেছে। তবে সেখানে ক্ষমতা এখনও স্বাস্থ্যসেবা বিভাগের হাতে বেশি।
এখন সরকারের লক্ষ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আবার একীভূত করে কার্যক্রমে গতিশীলতা আনতে।
১৩ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে