নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই ও ভিসা প্রতারনার অভিযোগে নুর আলম ওরফে পুলক (৪৫) নামে ১ জনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। এর আগে গতকাল রাতে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর ফরুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নুর আলম একই এলাকার মৃত আব্দুল হামিদ এর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার সাথে জড়িত ছিলেন। প্রবাসীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন। অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করেন।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত আছে।
১ ঘন্টা ৩২ মিনিট আগে
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১২ ঘন্টা ৩৩ মিনিট আগে