লাখাইয়ে প্রশাসনের হস্তক্ষেপে জনচলাচলের রাস্তায় গৃহ নির্মান কাজ বন্ধ।
উপজেলার ৪ নম্বর বামৈ ইউনিয়ন এর ভাদিকারা গ্রামে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে গৃহ নির্মান কাজ উপজেলা প্রশাসন এর হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য উপজেলার ভাদিকারা দক্ষিন গ্রামের ভূইয়াবাড়ি মোড় থেকে হবিগঞ্জ - লাখাই আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত চিনামোড়া রাস্তাটির সাহাঙ্গীর বাড়ি সংলগ্ন স্থানে রাস্তার অনেকাংশ দখল করে গৃহনির্মাণ করছিলেন ভাদিকারা দক্ষিণ গ্রামের মৃত রাশিদ মিয়ার পুত্র মুজিবুর রহমান। এ সিসি ঢালাই রাস্তাটির সিসি ঢালাই পর্যন্ত সরকারি রাস্তা দখল করে গৃহনির্মাণ করায় জনচলাচল ও যানচলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানা যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা এর সাথে আলাপকালে জানান আমি রাস্তার বিষয়টি অবগত হয়ে নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার সরকারি সার্ভেয়ার এর মাধ্যমে মাপজোক করে সরকারি রাস্তার জায়গা নির্ধারনপূবক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।