প্রকাশের সময়: 13-11-2024 10:34:40 am
রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায়, ফরিদপুরে ইউনিয়ন পর্যায়ে বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ডের সহায়তায় এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে,
গত ১২ই নভেম্বর ২০২৪ই মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুর জেলার মধুখালি উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে দিনব্যাপী কর্মশালায় জনপ্রতিনিধি চেয়ারম্যান, মেম্বরগণ, ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম ও পুরোহিত, হাই স্কুলের প্রধান শিক্ষক/ সহকারী প্রধান শিক্ষক, ভূমি অফিসার, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিদেশ ফেরতসহ নানা শ্রেনী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
অত্র ইউনিয়নের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়, অত্র ইউপি চেয়ারম্যান মো: জাহিদুল হাসান টিপু প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নিত্য কুমার সরকার প্রশাসনিক কর্মকর্তা ইউপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: টিপু সলতানা, নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান, বিশিষ্ট সমাজসেবক হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল বাশার, মো: ওয়াদুদ হোসেন পল্লব। দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি মো: জাহিদুল হাসান টিপু ইউপি চেয়ারম্যান, ও নিত্য কুমার সরকার ইউপি প্রশাসনিক কর্মকর্তা, বিশেষ অতিথি, স্কুলের প্রধান শিক্ষক, ইউপি মেম্বরসহ বিদেশ-ফেরত অভিবাসীরা বক্তব্য রাখেন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফরিদপুর এমআরএসসি, সেক্টর স্পেশালিষ্ট ইকোনোমিকস রিইন্টিগ্রেশন সৈয়দ তানভীর ইসলাম, কর্মশালায় সহযোগিতা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা ফিল্ড অর্গানাইজার রত্না আক্তার, মধুখালী, ফরিদপুর। অত্র ইউনিয়ন মাঠপর্যায়ে ভলান্টিয়ার উপস্থিত ছিলেন জনি খাতুন।
কর্মশালায় বক্তারা বলেন, ব্র্যাকের কর্মসূচীর অধীনে, বিদেশ ফেরতদের বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে সহায়তা করে আসছে। এছাড়াও ইউনিয়নের জনপ্রতিনিধি কিংবা আর্থিক প্রতিষ্ঠান তাদের পাশে দাড়াতে পারে। বিদেশ প্রত্যাগতরা অনেকেই স্বাবলম্বী হওয়ার আশায় বিদেশে গিয়ে প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে ফিরে আসে। অনেকেই সহায় সম্বল হারিয়ে একেবারে অসহায় হয়ে সমাজ এবং পরিবারের কাছে লাঞ্চনার শিকার হন। বিদেশ থেকে প্রতারিত হয়ে ফেরতদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করে থাকে ব্র্যাকের এই প্রতিষ্ঠানটি।
২০ মিনিট আগে
১ ঘন্টা ৫ মিনিট আগে
১ ঘন্টা ১৯ মিনিট আগে
২ ঘন্টা ২১ মিনিট আগে
২ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ ঘন্টা ৪৫ মিনিট আগে