চব্বিশের পটপরিবর্তনে ভারত-বিএনপি সম্পর্কের নতুন মোড় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন চমক নেতানিয়াহুকে বন্দি করতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান লেবু পাতার যত গুণ মাভাবিপ্রবিতে বাংলা নববর্ষে সৃজনশীলতায় সাজানো ব্যতিক্রমধর্মী আয়োজন দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই: নাহিদ ইসলাম কেঁপে উঠল যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনে আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ ২ নায়িকা, কারণ কী? শার্শায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালন ইসলামপুর থানায় বেড়েছে দালাল, ২ দালালকে থানায় প্রবেশ না করতে ওসির হুঁশিয়ারি বর্ষবরণ | বিথী রহমান তাঁরা সবাই আজ মারা গেছে | মোঃ মাজিদুর রহমান শাহীন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদী প্রবণতা যেন ফিরে না আসে’ পলাশে নানা কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো খুবিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ন স্বপ্ন থেমে গেল,কুবির তিন্নি আর নেই দেশে চীনের বিনিয়োগকারীদের এফবিসিসিআই এর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে : হাফিজুর রহমান

জয়পুরহাট আদালতে আইন কর্মকর্তা হলেন যারা

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে নতুন সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), স্পেশাল পিপি (নারী ও শিশু), অতিরিক্ত ও সহকারী জিপি-পিপিদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় ৪১ জন আইনজীবীর নাম রয়েছে।

গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত পত্র থেকে এসব তথ্য জানা গেছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

প্রকাশিত তালিকায় সরকারি কৌঁসুলি হলেন ছালামত আলী প্রামানিক, অতিরিক্ত সরকারি কৌঁসুলি হেনা কবির। এছাড়াও সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে রয়েছেন ১৭ জন। এরা হলেন আব্দুল মোমিন, এ.এম.জি রব্বানী, আব্দুস ছালাম-২, তৈয়ব আলী মন্ডল, আ.ন.ম মাহফুজ আকতার, আশরাফ আলী, নাসিমুস সাকলাইন (টিটু), আব্দুল আউয়াল, মোকাররম হোসেন পিন্টু, হুমায়ন কবির দেওয়ান, আনিচুর রহমান, আব্দুল বারী মন্ডল, আমিনুর ইসলাম ছানা, আইয়ুব আলী, হারুনুর রশীদ, লুৎফর রহমান এবং মোকারম হোসেন।

অপরদিকে, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন শাহানুর রহমান শাহীন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হয়েছেন রিনাত ফেরদৌস রিনি। এ ট্রাইব্যুনালে একজন সহকারী পাবলিক প্রসিকিউটর আরিফা আক্তার পলি। এ ট্রাইব্যুনালে চারজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে আহসান হাবিব চপল, এ.টি.এম মিজানুর রহমান, এ.টি.এম মুজাহিদ আজিজ মনা এবং মামুনুর রশীদ নাম রয়েছে।

এছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে রয়েছেন ১৯ জন আইনজীবী। এরা হলেন নাজমুল ইসলাম জনি, হারুনুর রশিদ, আবু সুফিয়ান (পলাশ), নূর আলম মল্লিক, মফিজুল সরকার, বজলুর রহমান মন্ডল, নূর-ই-আলম সিদ্দিক, শহিদুল ইসলাম-৩, দেওয়ান নূর আলম, শাহিনুর রেজা বানু, চঞ্চল কুমার মহন্ত, খায়রুল আহসান জুয়েল, সামছুল হক-২, সোহেলী পারভীন, মুনছুর রহমান মন্ডল, রুহুল আমিন ফারুক, মোজাহেদ আলী দেওয়ান, শামসুল ইসলাম এবং আ ন ম মাহফুজ আকতার এলেন।