রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৪ সালে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ‘স্মরণসভা‘ অনুষ্ঠিত হয়েছে।
গোদাগাড়ী উপজেলা প্রসাশনের আয়োজনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যদের নিয়ে আজ শনিবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ‘স্মরণসভা‘ অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আবুল হায়াত।
স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মোয়াজ্জেম হোসেন, গোদাগাড়ী বৈষম্যবিরোধী চাত্র আন্দোলনের সমন্বয়ক রহমতুল্লাহ প্রমুখ।
ছাত্র-জনতা আন্দোলনে আহত ও নিহতদের স্মরণ করে বক্তারা বলেন- বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের পরিবারের যথাযথভাবে সহায়তা করার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের দাবি জানান তারা।
স্মরণ সভার শেষে হাফেজ মাওঃ শরিফুল ইসলামের পরিচালনায় ছাত্র জনতা আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
৮ ঘন্টা ২ মিনিট আগে
৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮ ঘন্টা ২৯ মিনিট আগে