বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কী? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব মাঈনউদ্দিন আল-মাহীর কবিতা - "শব্দহীন অভিমান" ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন লালপুরে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার, ছাত্রদল নেতাসহ আটক ২ ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ইফতার ও দোয়া অনুষ্ঠিত পাবিপ্রবিতে পদ্মা ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডোমারে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে মাঠ দিবস পালিত কোম্পানীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল! আদমদীঘিতে নির্বাচন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি কুবিতে আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত বিচারের দাবিতে মৌন মিছিল থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইমতিয়াজ, সম্পাদক তন্ময় আদমদীঘিতে বিস্কুটের প্যাকেটের ভিতর হেরোইন, বাসযাত্রী গ্রেপ্তার শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস আছিয়ার দাফন সম্পন্ন, ধর্ষকের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন নন্দীগ্রামে পৌর জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন আড়াই মাস ধরে নষ্ট




সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সিটি স্ক্যান মেশিন দীর্ঘ আড়াই মাস ধরে নষ্ট হয়ে আছে। এতে করে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগী ব্রেইন বা অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে সরকারের দৈনিক রাজস্ব আয়ও হাত ছাড়া হচ্ছে।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্টরা বলছেন, সিটি স্ক্যান মেশিনটির কুলার ও দুটি হার্ডডিস্ক নষ্ট হয়েছে। দ্রুত মেরামত না করলে অন্যান্য মূল্যবান পার্টস নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, সিটি স্ক্যান মেশিনটি নষ্ট বা সমস্যা দেখা দেওয়ার পর তা জরুরী মেরামতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার জানানোর পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছেনা।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে জাপান থেকে আমদানিকৃত ১০ কোটি টাকা মূল্যের সিটি স্ক্যান মেশিনটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে স্থাপন করা হয়। সিটি স্ক্যান মেশিনটি স্থাপনের পর জেলা ও জেলার বাইরে থেকে সাধারণ রোগিরা কম খরচে ব্রেইনসহ অন্যান্য পরীক্ষা করেন। এখানে ব্রেইন পরীক্ষা ২ হাজার, বুকের পরীক্ষা ২ হাজার ৫০০ টাকা ও পেটের পরীক্ষা ৪ হাজার টাকায় করা হয়। কিন্তু ত্রুটি দেখা দেওয়ায় গত ৩০ আগস্ট হতে মূল্যবান সিটি স্ক্যান মেশিনটির সবধরনের পরীক্ষা বন্ধ রয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালের টেকনোলজিস্ট আব্দুল হালিম জানান, সিটি স্ক্যান মেশিনটি স্থাপনের পর একটানা ৭ বছর সার্ভিস দিয়েছে। যদিও এর ওয়ারেন্টি ছিলো পাঁচ বছরের। সে হিসাবে দুই বছর আগেই মেশিনটির মেয়াদোত্তীর্ণ হয়েছে। তার পরও ভালো সার্ভিস দিচ্ছিলো।

তিনি আরও বলেন, মেশিনটিতে খুবই কম খরচে সাধারণ রোগী ব্রেইন, বুক ও পেটের পরীক্ষা করতে পারতেন। কিন্তু মেশিনের কুলার ও দুটি হার্ডডিস্ক নষ্ট হয়ে যাওয়ায় গত ৩০ আগস্ট থেকে বন্ধ আছে। তিনি আরও বলেন, জরুরীভাবে এটি মেরামত করা না গেলে অন্যান্য মূল্যবান পার্টসও নষ্ট হতে পারে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ বলেন, এ জেলার সাধারণ মানুষের সরকারি খরচে উন্নত চিকিৎসার জন্য এই মেডিকেল কলেজ হাসপাতালই আসেন। কিন্তু সরকারি এই প্রতিষ্ঠানের সিটি স্ক্যান মেশিনটি একটানা আড়াই মাস নষ্ট হয়ে পড়ে থাকবে তা ভাবা যায় না। তিনি সাধারণ রোগিদের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত মেশিনটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডাক্তার মোঃ কুরতই-খোদা জানান, সিটি স্ক্যান মেশিনটি ত্রুটি দেখা দেওয়ায় গত আড়াই মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এটি দ্রুত মেরামতের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে একাধিকবার জানানো হয়েছে। এমনকি আমি নিজেও দুই তিনবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে জানিয়েছি দ্রুত মেরামত করার জন্য। কিন্তু তাতেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এতে করে প্রতিদিন দূর-দূরন্ত থেকে আসা সাধারণ রোগী এসে ফিরে যাচ্ছেন। তবে এটি মেরামত করতে খরচ হবে ৫৮ লাখ টাকা।

এ ব্যাপারে মেডিকেল কলেজ হাসাপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সিটি স্ক্যান মেশিনটি আড়াই মাস বন্ধ রয়েছে তা তিনি জানতেন না। হাসপাতালের তত্ত্ববধায়কের সাথে কথা বলে দ্রুত মেরামতের উদ্যোগ নিবেন বলে জানান।


Tag
আরও খবর