মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষকদের অতিদ্রুত বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা মৌন মিছিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়।
বৃহঃপতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বলন ও মুক্তমঞ্চ থেকে প্রধান ফটক পর্যন্ত মৌন মিছিল সম্পন্ন হয়।
জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণি পড়ুয়া ৮ বছরের শিশু আছিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে আসে মাগুরা সদরের নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে আপন বড় বোনের বাড়িতে। সেখানেই গত বৃহস্পতিবার (৬ মার্চ) আপন বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষণের শিকার হয় অবুঝ শিশুটি।
শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, 'ধর্ষকদেরকে খুব দ্রুত শাস্তির আওতায় আনতে হবে যাতে এটা দৃষ্টান্ত হয়ে থাকে। পরবর্তীতে কোনো ধর্ষক যেনো কোনো নারীর দিকে ধর্ষণ করার দৃষ্টিতে তাঁকাতে না পারে'।
শিক্ষার্থী উম্মে হাবিবা শান্তা বলেন, 'আছিয়াসহ সারাদেশে শিশু ও নারীদেরকে যে ধর্ষকেরা ধর্ষণ করেছে, সেসকল ধর্ষকদেরকে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি'।
উল্লেখ্য, আজ বৃহঃপতিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার সিএমএইচ হাসপাতালে ধর্ষণের শিকার আছিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১ ঘন্টা ১১ মিনিট আগে
১ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
২১ ঘন্টা ২৬ মিনিট আগে