অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শহিদ আবু সাঈদের মাধ্যমে রংপুরে দীর্ঘদিন থেকে চলে আসা বৈষম্য ঘুচবে। আপনারা এই গণঅভ্যত্থানে একজন বীর শহিদ পেয়েছেন। একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন। তাদের যেন আমরা ভুলে না যাই। তাদেরকে স্মরণে রাখার মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যাতে ভবিষ্যতে কাজ করতে পারি। যারা এই গণঅভ্যত্থানে জীবন দিয়েছেন সেই শহিদ পরিবারকে ৩০লক্ষ টাকা ক্ষতিপূরণ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন করা হবে। শুধু তাই নয়, কর্মসংস্থানসহ সারাজীবন বাংলাদেশ সরকার যেন তাদের পাশে থাকতে পারে-এবিষয়ে আমরা নিশ্চিত করব।
তিনি মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট কলেজ মাঠে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে মানুষের স্বপ্নের জায়গা থেকে। আমাদের যে প্লাটর্ফম থেকে গণঅভ্যুত্থান হয়েছে তার নাম লেখা আছে। আমরা একটি বৈষম্যহীন গণতন্ত্র চেয়েছি। ইতিপূর্বে বাংলাদেশে এলাকা ভিত্তিক বৈষম্য ছিল। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোন বৈষম্যর শিকার হবে না। ইউনিয়ন পরিষদ নিয়ে উপদেষ্টা বলেন, আমাদের অনেকগুলো নাগরিক সেবা দেয়ার প্রয়োজন হয়। আমরা বিকল্প ব্যবস্থা তৈরির মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর ব্যাপারে ব্যবস্থা নেব।
পরে অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে প্রায় ৬০০ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এসময় ২৪ এর গণঅভ্যুত্থান শহীদের পরিবারের সদস্য রাজমিস্ত্রি শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টস কর্মী শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী এবং শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রাণী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।
অনুষ্ঠান শেষে তিনি রংপুরের পীরগাছা ও কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালেন ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় উলিপুর উপজেলার শতশত মানুষ তাদের দাবি জানাতে পানিয়ালের ঘাটে উপস্থিত হন। এছাড়া নবনির্মিত পীরগাছা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন তিনি। ইউএনও নাজমুল হক সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, পুলিশ সুপার শরীফ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি।