ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরান গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৬ জনসহ নিহত ২৪ ভেন্যু কেন্দ্র পুর্নবহালের দাবিতে মধুপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের নাসার সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ লাখাইয়ে বোরো ধান কাটা শুরু। কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশতিয়াক আহমেদ নাটোরে বিএনপি নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলো নেতাকর্মীরা কালিগঞ্জে মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ‘বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ করা প্রয়োজন’ ডোমারে ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর পরীক্ষা সামগ্রী বিতরণ রহমতের বৃষ্টি চেয়ে কমলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ১১০ কেজি হরিণের মাংস সহ ১ চোরাশিকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কলমযোদ্ধা

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 28-11-2024 10:56:37 pm


           মোহাম্মদ ইমাদ উদ্দীন  


চন্দনাইশ বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি উপজেলা। এই চন্দনাইশ ছিল পটিয়া উপজেলার একটি অংশ। ১৯৭৬ সালে পটিয়া থেকে বিচ্ছিন্ন করে চন্দনাইশ থানার সৃষ্টি করা হয়। ১৯৮৩ সালের ২ জুলাই চন্দনাইশ থানাকে উপজেলায় উন্নীত করা হয়।  কথিত আছে চন্দন ও আঁশ হতে চন্দনাইশ নামের উদ্ভব।এলাকাটি একসময় চন্দন গাছের উৎপাদন ও ব্যবসার জন্য বিখ্যাত ছিলো।

 বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে নানান ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার মত গুণীজন উপহার দিয়েছে চন্দনাইশ।বার আউলিয়া স্মৃতি বিজড়িত এই উপজেলায় অসংখ্য কবি,সাহিত্যিক, ইতিহাসবিদ , অনুবাদক, লেখক এবং গবেষকগণ তাদের লেখা বই আকারে  প্রকাশিত করে সমাজে আলো ছড়াচ্ছেন। এমন কি তাদের মধ্যে অনেকেই উপমহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সুনাম ও সুপ্রসিদ্ধ লাভ করেছেন। 


১।আহমদ ছফা –– কবি ও সাহিত্যিক, একুশে পদক প্রাপ্ত।

২।ড. কর্নেল ( অব:) অলি আহমদ বীরবিক্রম

৩। ফরিদা আখতার, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, লেখক, গবেষক ও আন্দোলনকর্মী।

 ৪। জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম 

৫। ড. মোহাম্মদ আমীন, রাষ্ট্রপতির সচিব ও বহু গ্রন্থ প্রণেতা। 

৬।অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান (রহ), জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসা।লেখক, গবেষক এবং  বহু গ্রন্থ প্রণেতা।

৭।ভাষাসৈনিক প্রিন্সিপাল আবুল কাশেম

৮। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী

৯।সোহেল মো. ফখরুদ-দীন, লেখক ও গবেষক, বহু গ্রন্থ প্রণেতা।

১০। মোহাম্মদ ওসমান গণি চৌধুরী (অভীক ওসমান), লেখক ও সাহিত্যিক।

১১। অ্যাডভোকেট বদিউল আলম, ফতেনগর।

১২। শামসুল আরেফিন, লেখক।

১৩। প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী,

১৪। মাওলানা মোজাহেরুল কাদের। লেখক ও সাংবাদিক। 

১৫। প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী,দোহাজারী।

১৬।রহীম শাহ, মোহাম্মদপুর কাজীপাড়ী।

১৭।শমেএ বাংলা মাওলানা আলাউদ্দিন (রহ)

১৮।মাওলানা শফি,বশরতনগর।

১৯।আবদুর রহিম, পরিব্রাজক লেখক,কাঞ্চননগর।

২০। মোহাম্মদ সাইফুদ্দীন, হাছানদন্ডী। সাংবাদিক ও লেখক। 

২১।কবি দীপালী ভট্টাচার্য 

২২।ডা. আবু মনসুর মো: নিজাম উদ্দীন,কলাম লেখক, গবেষক ও বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট।

২৩।অধ্যাপক ডা. আবদুল অদুদ, মোহাম্মদপুর।

২৪।বিচারপতি আবদুস সালাম মামুন, হাশিমপুর, বুলারতালুক।

২৫।আলাদীন আলানুর,কবি।

২৬।মোহাম্মদ আয়ূব,' দীন ই ইলাহী ও আকবর ' গ্রন্থের লেখক,হাশিমপুর।

২৭।বিদ্যাবিনোদ গিরীশ চন্দ্র বড়ুয়া, দক্ষিণ জোয়ারা।

২৮।জ্যোতির্ময়ী রায় চৌধুরী,  সাতবাড়িয়া।

২৯।কবিরঞ্জন ক্ষেমেশ চন্দ্র রক্ষিত,জোয়ারা।

৩০।আবুল কালাম আজাদ,  কবি

৩১।কমরেড কল্পতরু সেনগুপ্ত 

৩২।খাদেম আলী, মরমী কবি ও লেখক।

৩৩।অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী,  লেখক ও কলামিস্ট। 

৩৪।কাজী খলিলুর রহমান,সাতবাড়ীয়া। তিনি দৈনিক কিশান,সাপ্তাহিক সমতা পত্রিকার সম্পাদক ছিলেন। 

৩৫। মহিউদ্দিন চৌধুরী ইসা,হাশিমপুর।

৩৬।সৈয়দ ফরিদ উদ দীন,  বরমা।



তাছাড়া চন্দনাইশ উপজেলার অসংখ্য লেখক, গবেষক  এবং কলামিস্ট আছে যারা নিয়মিত বিভিন্ন ম্যাগাজিন, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পত্রিকা সহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় লেখালেখি করে আসছেন।



লেখক : কলামিস্ট। 
সদস্য, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র। 

যুগ্মসচিব , বাংলাদেশ মুসলমান ইতিহাস  


আরও খবর





deshchitro-67f5c6b687ce2-090425070038.webp
লাখাইয়ে বোরো ধান কাটা শুরু।

৪ ঘন্টা ২৭ মিনিট আগে