সাতক্ষীরা সদর উপজেলার বাকালের ডিসি ইকোপার্কের কফি এন্ড রেষ্টুরেন্টটিতে ২৯ নভেম্বর শুক্রবার ভোর আনুমানিক ৫ টার দিকে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে ভস্মীভূত করার খবর পাওয়া গেছে।
জানা গেছে, আলীপুর গ্রামের মৃত আফতাব আলী গাজীর পুত্র সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল্লাহ গাজী বাকালের ডিসি ইকোপার্কে কফি এন্ড রেষ্টুরেন্ট ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিল। শুক্রবার ভোর ৫ টার দিকে কে বা কারা ওই রেষ্টুরেন্টে আগুন জ্বালিয়ে দেয়। এসময় স্থানীয় লোকজন জানতে পেরে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু তার আগেই কফি হাউসের সমস্ত মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে কফি হাউসের মালিক আব্দুল্লাহ গাজীকে মোবাইল ফোনে জানালে তিনি তাৎক্ষণিকভাবে বাড়ি থেকে ঘটনা স্থলে এসে দেখে সবকিছু আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে তার সাড়ে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ ঘন্টা ১৭ মিনিট আগে
১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৭ ঘন্টা ২০ মিনিট আগে
১১ ঘন্টা ২২ মিনিট আগে
১১ ঘন্টা ২৯ মিনিট আগে
১২ ঘন্টা ১৬ মিনিট আগে