রংপুরের পীরগাছা সরকারি কলেজের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এক ‘স্মরণসভা’ ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) সকালে কলেজ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. আব্দুল মোত্তালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক অধ্যক্ষ এসএম আশাদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু, প্রভাষক এজাজুল ইসলাম এজাজ, মনজুরুল আলম বিপু, আতাউর রহমান, হাবিবুর রহমান উজ্জল, কৌশিকসহ কলেজ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, জুলাই-আগস্ট বিপ্লবে পীরগাছা উপজেলার তিনজন শহিদ হন। তারা হলেন উপজেলার ছাওলা ইউনিয়নের জুয়ান চরের রাজমিস্ত্রি মঞ্জু মিয়া ও আদম গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মামুন মিয়া এবং কল্যাণী ইউনিয়নের সাইফুল ইসলাম।
স্মরণসভায় ওই কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক প্রয়াত মোসফেকা বেগমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ এবং কলেজ প্রভাষক মোসফেকা বেগমের আত্মার মাগফেরাত কামনায় পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম ময়েন উদ্দিন।
৪ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে