উৎসব মূখর পরিবেশে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার (২০২৫-২০২৬) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শহরের কাটিয়া টাউন বাজারে জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন কার্যালয়ে ৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ্ব দীন আলী। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে এ্যাড. মনজুর আহমেদ খান তাচ্চু এবং এ্যাড. কাজী আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব দীন আলী জানান, বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন। আবুল হোসেন মোঃ মোকসুদুর রহমান এবং শেখ শফিকুল ইসলাম। নির্বাচনে ৭৯ জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করেন। ৪৫ ভোট পেয়ে শেখ শফিকুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি আবুল হোসেন মোঃ মোকসুদুর রহমান ২৮ ভোট পেয়েছেন। ১টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব দীন আলী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এদিকে জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায়িনির্বাচিত হয়েছে গোলাম রসুল।
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ ঘন্টা ১০ মিনিট আগে
৫ ঘন্টা ১২ মিনিট আগে
৬ ঘন্টা ১২ মিনিট আগে
৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
১২ ঘন্টা ১৮ মিনিট আগে
১২ ঘন্টা ২৪ মিনিট আগে