শুভ নববর্ষ। বুধবার ২০২৫ সালের প্রথম দিন। আমাদের জীবনে এলো আরেকটি নতুন বছর। এলো নতুন সূর্য, এতে আছে অন্ধকার কেটে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলাসহ দেশবাসীকে বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আদর আলী।
তিনি বলেন, ‘উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সমাহার নিয়ে আমাদের জীবনে নববর্ষের আগমন ঘটে। তাই বিগত দিনের ভুলভ্রান্তি, ব্যর্থতা ও হতাশাকে দূরে ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন ও ইতিবাচক পরিবর্তনকে গ্রহণ করতে প্রস্তুত থাকতে হবে।’ আমাদের আশপাশের অনেক মানুষই কষ্টে দিনাতিপাত করছে। নববর্ষে আমরা একে অন্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই—এই হোক ইংরেজি ‘নববর্ষ-২০২৫’-এর প্রত্যাশা।
সেই সঙ্গে দেশের সকল সংকট প্রতিহত করে মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করি এবং সর্বোপরি গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে, অসাম্প্রদায়িক ‘নতুন বাংলাদেশ’ বিনির্মানে ইউনিয়ন বাসীকে আহ্বান জানিয়েছেন।
৫১ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
১ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ২০ মিনিট আগে