◾মো.রবিন ইসলাম || চ্যাট জিপিটি মূলত চ্যাটবট।প্রযুক্তির দুনিয়ায় আলোকিত নাম চ্যাট জিপিটি।এর উদ্ভাবক ওপেনএনআই।আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রদর্শন চ্যাটজিপিটি।
চ্যাটজিপিটি এর পুর্ণনাম -চ্যাট জেনারেটিভ প্রাক-প্রশিক্ষিত ট্রান্সফরমার।এটি কথোপকথন এবং ভাষা বোঝার কাজ করে।যেমন-কোন প্রশ্ন করলে তার উত্তর দেওয়া,টেক্মট জেনারেশন এবং ভাষা অনুবাদের জন্য সুপ্রশিক্ষিত।
চ্যাটজিপিটি মানুষের মতো টেক্মট লিখতে পারে এবং ব্যবহারকারীর যেকোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে।এটিকে প্রচুর পরিমাণে বিভিন্ন টেক্মট ডেটার উপর প্রশিক্ষিত করা হয়েছে।২০১৯ সালের জুনে জিপিটি-৩ মডেলটি প্রথম ঘোষণা করে ওপেনএআই। এরপর নভেম্বরে ওপেনএআই এর মাধ্যমে সীমিত সংখ্যক টেস্টারদের কাছে এটিকে উন্মুক্ত করা হয়। মডেলটিকে ৫৭০ গিগাবাইটের বেশি লিখিত তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ২০২০ সালের অক্টোবরে জিপিটি-৩ মডেলের 'চ্যাট জিপিটি' নামে এই চ্যাটবট প্রকাশ করা হয়
» এখন জানবো চ্যাট জিপিটি এর সুবিধা -অসুবিধা গুলো।
◾চ্যাট জিপিটির সুবিধা -
১.কথা বুঝতে পারাঃবাংলাসহ বিভিন্ন রকমের ভাষা এটি বুঝতে পারে এবং সেই ভাষা ব্যবহারকারীর যেকোন প্রশ্নের উত্তর দিতে এটি সক্ষম।
২.দ্রুত উত্তর প্রদানঃচ্যাট জিপিটি ব্যবহারকারীর যেকোনো প্রশ্নের দ্রুত উত্তর প্রদান করে থাকে।
৩.উচ্চমানের টেক্সট তৈরিঃচ্যাট জিপিটি প্রচুর পরিমাণে লিখিত তথ্যের উপর প্রাক-প্রশিক্ষিত।যার কারনে এটি বিভিন্ন বিষয়ের উপর লেখা সহজেই তৈরি করে দিতে পারে।
৪.উন্নত কর্মক্ষমতাঃচ্যাট জিপিটি এর মডেল প্রতিনিয়ত উন্নয়ন হয়।আর এটি করে থাকে ওপেনএনআই।তাই সময়ের সাথে সাথে এর কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।
◾চ্যাট জিপিটির অসুবিধা -
১.সীমিত ঙ্গানঃচ্যাট জিপিটি এর তথ্য সীমিত। বিশেষ করে ২০২১ সালের পরের কোনো তথ্য বা ঘটনা এটি সরবরাহ করতে পারে না। এটি প্রাক-প্রশিক্ষিত এবং ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট তৈরি করা হয় এই চ্যাটবটে। তাই কোনো সমস্যা শনাক্ত করা এবং এর সমাধান করার যোগ্যতা নাও থাকতে পারে।
কথার প্রসঙ্গ বুঝতে না পারাঃ
চ্যাট জিপিটি অনেক সময়ই কথার প্রেক্ষাপট এবং উদ্দেশ্য বুঝতে পারে না। এক্ষেত্রে বিভ্রান্তিমূলক বা অর্থহীন প্রতিক্রিয়া দিতে পারে।
৩.সৃজনশীলতার অভাবঃচ্যাট জিপিটি প্রাক-প্রশিক্ষিত হওয়ায় এতে সৃজনশীলতা এবং মৌলিকতার অভাব থাকতে পারে। তাই একই উত্তর বারবার পুনরাবৃত্তি করতে পারে।
৪.ভুল তথ্য সরবরাহঃচ্যাট জিপিটি অনেক সময় ভুল তথ্যও দিতে পারে।
চ্যাট জিপিটির২০২২ সালের নভেম্বরে ওপেনএআই এর নতুন সংস্করণ প্রকাশ করে। ওপেনএআই জিপিটি মডেলগুলোর উন্নতি অব্যাহত রেখেছে। জিপিটি-৪ নামে আরেকটি মডেল নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে যা আরও উচ্চ ক্ষমতাসম্পন্ন, নির্ভুল এবং বহুমুখী হবে বলে আশা করা হচ্ছে।
১২ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
২২ দিন ১৬ ঘন্টা ৭ মিনিট আগে
২৭ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে
৩৮ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
৫০ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫১ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫৮ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬২ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে