বাগেরহাটের মোরেলগঞ্জে শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন হয়েছে। মোরেলগঞ্জ পৌরসভার উদ্যোগে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বারইখালী পুরাতন জেলখানা মাঠ চত্বরে ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এ স্লোগানকে সামনে রেখে শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। উদ্ধোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, শেখ রাসেল শিশু পার্ক এ অঞ্চলের শিশুদের বিনোদন ও জীবনযাত্রার মানউন্নোয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার সিইও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
মোরেলগঞ্জ পৌর মেয়র বলেন পড়ালেখার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ সাধনের জন্য প্রায়োজন চিত্তবিনোদন। এতে শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ঘটে সমানভাবে। সে বিষয়গুলো মাথায় রেখেই মোরেলগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ নির্মাণ করতে যাচ্ছে একটি শিশু পার্ক।তিনি আরও বলেন, পার্কটি নির্মাণের মধ্য দিয়ে পৌরবাসীর বিনোদনের জন্য দীর্ঘদিনের যে চাহিদা তা পূরণ হবে বলে আশা করছি।
১ ঘন্টা ২১ মিনিট আগে
১ ঘন্টা ৩১ মিনিট আগে
১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ ঘন্টা ৩৮ মিনিট আগে