মোঃ হোসেন আলী( ছোট্ট) ঃ ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকা ও ডি ফিনান্সিয়াল পোস্ট সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মো. ছাম্মি আহমেদ আজমীর এর বাবা মরহুম এ.কে.এম আলী জিন্নাহ্ ১২ তম মৃত্যুবার্ষিক পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কালিবাড়ী কড়িতলা বাদ আসর নামাজ শেষে বায়তুল আমিন জামে মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন, বায়তুল আমিন জামে মসজিদ এর পেশ ইমাম ও খতিব মো: মনিরুজ্জামান। মরহুমের সন্তান সাংবাদিক ছাম্মি আহমেদ আজমীর বলেন, রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।
হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি দয়া কর; যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।
হে আমার আল্লাহ তুমি আমার পিতার জীবনের সকল গুনাহ মাফ করে দেও। তাকে বেহেস্ত নসিব করুন। আমীন সে সাথে তিনি সকল গণমাধ্যমকর্মী ও আত্মীয় স্বজনদের কাছে
দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, রাসুলুল্লাহ (স.) বলেন, ‘মানুষ মৃত্যু বরণ করলে— তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল কখনো বন্ধ হয় না। ১) সাদকায়ে জারিয়া (এমন দান-অনুদান; যার সওয়াব চলমান থাকে) ২) এমন জ্ঞান— যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং ৩) নেক সন্তান— যে তার মৃত বাবা মায়ের জন্য সবসময় দোয়া এবং আমল করে।’ (মুসলিম: ৪৩১০)।
৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ ঘন্টা ৫০ মিনিট আগে
৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৮ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৯ ঘন্টা ৩৩ মিনিট আগে