উচ্চমূল্যের ফাঁদে যুক্তরাষ্ট্রের নাগরিকরা: আস্থা হারাচ্ছেন ট্রাম্প পীরগাছা সরকারি কলেজের প্রথম অধ্যক্ষের বিদায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বগ্রহণ গরমে পানি পানের উপকারিতা মোংলার ভ্যান চালকের মরদেহ মোড়েলগঞ্জের মাছের ঘের থেকে উদ্ধার নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি ‘মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং ক্ষেতলালে কাফি হত্যাকান্ডের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চিলমারীতে আইনগত সহায়তা দিবস-২০২৫ অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বিল্লাল ডাকাত আটক শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কারাগারে ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত ২ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান ডোমারের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেপ্তার সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা এইড দিবস উপলক্ষে নানা কর্মসূচি জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীকে ছাত্রদলের মারধর: বিভাগে তালা দিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ সাতক্ষীরায় ট্রাকের চাপায় কলেজ ছাত্র নাঈম নিহত ঐকমত্য কমিশনের লক্ষ্য জাতীয় সনদ তৈরি: আলী রীয়াজ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ পবিপ্রবিতে ভিএসএ-র আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ, নিহত ৫৪

পলিথিন ব্যাবহার বন্ধে জোরদার করতে হবে

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-01-2025 12:26:54 pm

◾মো. রবিন ইসলাম || পরিবেশই হলো প্রাণের ধারক ও বাহক।পরিবেশের ওপর নির্ভর করে মানুষ, উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ও বিকাশ ঘটে।প্রতিটি জীবই বাঁচার জন্য নিজ নিজ পরিবেশ থেকে প্রয়োজনীয়।উপকরণ সংগ্রহ করে।যদি সে পরিবেশ কোন কারণে দূষিত হয়ে ওঠে,তবে তা প্রাণীর অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। অথচ আমাদের চারপাশের পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে।এই পরিবেশ দূষণের যেসব উপাদান রয়েছে তারমধ্যে অন্যতম পলিথিন। 


পলিথিন প্রকৃত সৃষ্ট কোন পদার্থ নয়।এটি রাসায়নিক পদার্থ। পলিথিন বিষাক্ত প্রোপাইলিনের সঙ্গে পেট্রোলিয়াম হাইড্রো কার্বনের ৩/৪ মলিকুল সংমিশ্রণে তৈরি হয়।বিঙানের পরিভাষায় এর নাম পলিথাইলিন।পলিথিন অন্যান দ্রব্যের মতো পচনশীল নয়।এটা কে কোন অনুজীব মাইক্রোন অর্গানিজম খাদ্য হিসাবে গ্রহন করে না।যদি পলিথিন ভেঙে গিয়ে মিথেন বা কার্বন ডাই-অক্সাইডে পরিণত হতো তাহলে কোন সমস্যাই ছিলো না।পলিথিন রুপান্তরিত হয়না বলে এটি পচে না।


আজ থেকে প্রায় কুড়ি বছর আগে যে পলিথিনের যাত্রা শুরু হয়েছিল তা আজ এতো ব্যপক আকারে ধারণ করেছে যে গোটা দেশটাই যেন পলিথিনে ছেঁয়া গেছে।এমন কোন জায়গায় নেই যেখানে এর ব্যবহার নেই।বর্তমান এমন অবস্থায় দাড়িয়েছে যে, যদি কেু বাজারে খালি হাতে যায় ফিরার পথে দশ বারোটা পলিথিন হাতে নিয়ে বাসায় ফিরে।দামে সস্তা ও রঙিন পলিথিন সহজেই ক্রেতাদের আকৃষ্ট করে।বিক্রেতারাও সহজেই জিনিসপত্রের সাথে দিয়ে দেয়।সাধারণত শপিং ব্যাগ হিসাবে বেশি ব্যবহার হয়।কিন্তু দুঃখ জনক হলো এর বহুল অপব্যবহার হচ্ছে। ক্ষতিকারক এ পদার্থ সম্পর্কে আমাদের তেমন ধারনা না থাকায় আমরা প্রতিনিয়ত এটি ব্যবহার করছি।বাজার থেকে বাজার নিয়ে৷ গিয়ে পলিথিন গুলো ডাস্টবিনে অথবা বাড়ির আশাপাশে ফেলে রেখে আমরা ভেজাল মুক্ত হয়ে যায়।কম দাম হওয়ার কারনে এর অপব্যবহার হচ্ছে এবং পরিবেশের জন্য হুমকি দিন দিন বেড়েই চলছে।


পলিথিন রাসায়নিক পদার্থ হওয়ায় পরিবেশের জন্য এটি মোটেও উপযোগী নয়।পলিথিনের ব্যাপক ক্ষতি কারক দিক রয়েছে। কিছু ক্ষতিকারক দিক তুলে ধরা হলো-

১.প্রথমত এটি রাসায়নিক উপাদানে তৈরি বিধায় এটি স্বাস্থ্যসম্মত নয়।

২.পলিথিনের সাথে বিষফোল নামে বিষ নির্গত হয় যার কারনে এটি দিয়ে পরিবহন করা বাজার, বিষাক্ত হয়ে যায় এবং এ খাদ্য দ্রব্য গ্রহনে বিষক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে।

৩.এটি পচনশীল নয় বিধায় এটি মাটির সঙ্গে মিশে যায়না।ফলে মাটির উর্বর শক্তি বিনষ্ট হয়।

৪.পলিথিন ড্রেনে পড়লে তা পানি যাতায়াতের পথ বন্ধ করে দেয়। যার কারনে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

৫.পলিব্যাগ পোড়ালে বায়ুদূষণ হয়।

এছাড়া আরও অনেক ক্ষতিকারক দিক রয়েছে রাসায়নিক এ পদার্থের।

পলিথিন নিষিদ্ধের বিষয় অনেক বার সিদ্ধান্ত নেওয়া হলেও তা কখনো বাস্তবায়ন হয়নি।পলিথিন নিষিদ্ধের জন্য শুধু পদক্ষেপ নিলেই হবেনা বাড়াতে হবে অভিযান।সেই সাথে নাগরিকদের হকে হবে সচেতন। বিভিন্ন সচেতন মূলক আলোচনা করে জনগণ কে সচেতন করতে হবে ক্ষতিকারক এ পদার্থ সম্পর্কে। সেই সাথে পলিথিনের ক্ষতিকারক দিক গুলো বেশি বেশি প্রচার করে জনসচেতনতা সৃষ্টি জরুরি। তবেই বাংলাদেশ পলিথিনমুক্ত হবে এবং দেশটা সবার বসবাসের উপযোগী হবে।


লেখক: মো. রবিন ইসলাম

শিক্ষার্থী,বাংলা বিভাগ

ঢাকা কলেজ, ঢাকা


আরও খবর
deshchitro-6801d6dae401c-180425103642.webp
Take early steps to resolve waterlogging in Dhaka

১০ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে




deshchitro-67f32034a3e9c-070425064540.webp
সড়কে মৃত্যুর মিছিল বন্ধ হোক

২১ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে


67f00c4be906d-040425104355.webp
অবহেলার পাত্র নাকি সভ্যতার স্থপতি?

২৩ দিন ১৮ ঘন্টা ৪৭ মিনিট আগে


deshchitro-67e77b5f5d7ad-290325104727.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

৩০ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে


67e68cb231674-280325054906.webp
ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বার্তা

৩০ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে