সীমান্তবর্তী জেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুদিন দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মাঘের প্রথম সপ্তাহে এ উপজেলায় কনকনে শীত ও হিমেল হাওয়ায় কাঁপছে মানুষ। গত মঙ্গলবার ও বুধবারে দেখা মিলছে না সূর্যের। তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। তাদের অনেকের পর্যাপ্ত গরম কাপড় নেই। তাই ঠান্ডা থেকে বাঁচতে কাগজ, পলিথিন ও ছেঁড়া কাপড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। প্রচন্ড শীতে লোকজন ঘর থেকে কম বের হচ্ছেন। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে। হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে শীত উপেক্ষা করে রিকশা–ভ্যান নিয়ে শহরে এসে পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না চালকেরা। উপজেলার ভ্যানচালক মহুবার রহমান জানান, দু‘দিন ঘন কুয়াশার কারণে গাড়ি নিয়ে বের হওয়া টা কষ্টকর হয়ে পড়েছে। শীতের কারণে তেমন যাত্রীও মিলছে না। সকালে আদা ক্ষেতে আদার গাছ কাটার সময় মবার উদ্দিন জানান, আমি দিনমজুরের কাজ করি। গত দু’দিন ধরে অনেক কষ্টে কাজ করছি। অন্য দিকে শীতের তীব্রতার কারণে ঠান্ডাজনিত নানান রোগ-ব্যাধির প্রকোপ বেড়েছে। হাসপাতাল-ক্লিনিক, ডাক্তারদের চেম্বারে ভিড় বাড়ছে রোগীর।
৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে