নীলফামারীর ডোমারে ওয়াজ মাহফিল থেকে বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ রাকিব ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩শে জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরের ডোমার-জলঢাকা সড়কের আন্ধারুর মোড় এলাকায় ব্রাক কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে স্কুলছাত্র রাকিব ইসলাম।
নিহত রাকিব ইসলাম (১২) ডোমার উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছোটরাউতা জোড়পাখুরী এলাকার মোঃ সাহিদুল ইসলাম ও খাদিজা বেগম দম্পতির ২য় সন্তান। সে ছোটরাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ও বিদ্যালয়ের কাব দলের নিয়মিত সদস্য।
স্থানীয়রা জানান, ছোটরাউতা একরামিয়া ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিল ও ইছালে ছওয়াব থেকে সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ডোমার থেকে ছেড়ে আসা জলঢাকাগামী দ্রুতগতির বালুবোঝাই ট্রাক রাকিবকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে।
দুর্ঘটনায় স্কুলছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম।