প্রতীকি ছবি।
একটি সাজানো বিয়ের মঞ্চ, শোভাময় আলোকসজ্জা, আর অতিথিদের কোলাহলে মুখরিত বরপক্ষের বাড়ি। সব ঠিকঠাক। অপেক্ষা শুধু কনে আসার। কিন্তু সেই অপেক্ষা চিরতরে থেমে গেল একটি চমকপ্রদ ঘটনায়—কনে পালিয়ে গেল তার সত্যিকারের ভালোবাসার মানুষের সঙ্গে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। ফজরের আজানের পর থেকেই বরপক্ষ ব্যস্ত ছিল বিয়ের আয়োজন নিয়ে। গরু জবাই, রান্নার আয়োজন, অতিথিদের আপ্যায়ন—সবই চলছিল দারুণ উৎসাহের সঙ্গে। কিন্তু সকাল দশটার দিকে খবর আসে, কনে নেই। সে বাড়ি থেকে বের হয়ে গেছে তার প্রেমিকের সঙ্গে।
কনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মেয়েটি বহুদিন ধরেই তার প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়িত ছিল। কিন্তু পরিবারের চাপে অন্য জায়গায় বিয়ে ঠিক করা হয়। কনে তার মনের কথা পরিবারের কাউকে বলতে পারেনি। অবশেষে বিয়ের দিন সে তার প্রেমিকের হাত ধরে পালানোর সিদ্ধান্ত নেয়।
কনের বাবা, যিনি পেশায় একজন রিকশাচালক, ঘটনার পর ভেঙে পড়েন। তিনি বলেন, “আমার মেয়ে যে এমন কিছু করবে, ভাবতেই পারিনি। আমি গরিব মানুষ। পাড়া,প্রতিবেশীদের কাছ থেকে দেনা নিয়ে, সারা জীবনের জমানো টাকা খরচ করে বিয়ের আয়োজন করেছিলাম।অন্যদিকে বরপক্ষ এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ। তাদের মান-সম্মানহানির অভিযোগ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে যান। অবশেষে দুই পরিবারের আলোচনায় বিয়েটি মিটমাট করা হয়।এই ঘটনা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ ঘন্টা ৪ মিনিট আগে
৮ ঘন্টা ২০ মিনিট আগে
৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ ঘন্টা ৩৮ মিনিট আগে