সাম্প্রদায়িকতার বর্ণ, হিংসা বিদ্বেষ আর পৃথিবীতে কুসংস্কারের অনাসৃষ্টির মুহূর্তে পরম পুরুষ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ^াসত কল্যাণকর বাণী হরিনাম প্রচার ও বিশ^ মঙ্গলার্থে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কালীবাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে হরিনাম সংকীর্ত্তণ ও অষ্টকালীন লীলাকীর্ত্তণ । ২৫ জানুয়ারি সন্ধ্যায় শ্রী মদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে কীর্ত্তণের উদ্বোধন হয়। করুণাময়ী কালীবাড়ী পরিচালনা কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় লাহিড়ী ও নামযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি সুজন দত্ত জানান এই উৎসব আগামী ৩ ফেব্রুয়ারি মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিদিন শত শত সনাতন ধর্ম্মালম্বী ভক্তরা কীর্ত্তণ শ্রবণে মন্দিরে সমবেত হন।
এবারের অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করছেন শ্রী বিষ্ণু মন্দির সম্প্রদায় মাদারিপুর, শ্রী কুলেশ^রী সম্প্রদায় মোহনগঞ্জ, শ্রী ভবা পাগলা সম্প্রদায় সাতক্ষীরা, শ্রী নব বিমল কৃষ্ণ সম্প্রদায় নেত্রকোনা, শ্রী ভাগ্যশ্রী সম্প্রদায় সাতক্ষীরা, শ্রী ব্রজ নন্দন সম্প্রদায় সাতক্ষীরা এবং অষ্টকালীন লীলাকর্ত্তীণ পরিবেশনায় থাকবেন সৌমেন গোস্বামী নদীয়া, শ্রীমতি শতরুপা হাওলাদার রাজশাহী ও শ্রমতি লাবনী সরকার বগুড়া।
১ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ২৮ মিনিট আগে
২ দিন ৩৩ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে