তিন দিন ব্যাপী পিরোজপুর ছাত্র শিবিরের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
বাংলাদের ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুর শহর শাখা এবং কলেজ শাখার উদ্যোগে ৩ দিন ব্যাপী প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গত ৩০ শে জানুয়ারী সমাপ্ত হয়। সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর এর কদম চত্বরে।এবং পিরোজপুর শহর শাখার স্টল হলো পিরোজপুর সরকারি বালক উ”চ বিদ্যালয় এর মাঠে আয়োজন করা হয়।
পিরোজপুরে ১৬ বছর পর প্রকাশনা উৎসব আয়োজন করেছে ছাত্রশিবির পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ও পিরোজপুর শহর শাখা,সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা সরকারি সোহরাওয়ার্দী কলেজ এর কদম চত্বরও পিরোজপুর শহর শাখা পিরোজপুর সরকারি উ”চ বিদ্যালয়েরমাঠে, দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ প্রথম দিনে সকাল থেকেই শিক্ষার্থীদের ব্যাপক ভীড় লক্ষ করা গেছে।
এ সয়ম উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: মাহদী হাসান ও সেক্রেটারি ইমরান খান
মোট ২টি স্টল সাজানো হয়েছে, এখানে ইসলামিক সমসাময়িক রাজনীতি, ক্যারিয়ার ও দক্ষতা, আল কুরআন, ইতিহাস, চরিত্র ও আদর্শ নবীজীবন ও সাহাবা চরিত্র পত্রিকা পাওয়া যাচ্ছে
স্টলে ঘুরতে আসেন কলেজের শিক্ষার্থী বৃন্দ । তারা বলেন শিবিরের এই প্রকাশনী উৎসব অবশ্যই একটি সুন্দর ম্যাসেজ দিচ্ছে, সবাইকে বই কিনতে উৎসাহ দিচ্ছে এবং তাদের স্টলের ভলেন্টিয়াররা যথেষ্ট বন্ধুত্বপূর্ণ আচরণ করছে। তবে তাদের সব বইগুলোই দেখলাম ইসলামিক বই। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করি এই বইগুলো আমাদের চরিত্র গঠনে এবং একজন সত্যিকারে ভালো মানুষ হতে সাহায্য করবে। সাধারণ শিক্ষার্থীর আরো বলেন
ইসলামিক ছাত্রশিবির খুবই সুন্দর একটা আয়োজন করেছে, বিভিন্ন স্টল ঘুরেছি। বেশকিছু বই দেখেছি এবং বই কিনেছি এরকম উদ্যোগ সত্যিই সুন্দর ও মহৎ।
উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, এখানে বিভিন্ন নৈতিক বই রয়েছে। বই মানে পড়া, পড়া মানে জ্ঞান, এটাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মূল উদ্দেশ্য। আমরা চাই অন্যান্য ছাত্র সংগঠনগুলোও এমন আয়োজন করুক।
প্রকাশনা উৎসবের আয়োজক ইসলামী ছাত্রশিবিরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের সভাপতি রাকিব মাহমুদ বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শিক এবং শিক্ষার্থীবান্ধব সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিবির শিক্ষার্থীদের সংকট, সম্ভাবনা, প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলা শাখা আয়োজন করেছেন।
ইসলামী ছাত্রশিবির সোহরাওয়ার্দী কলেজ সেক্রেটারি রেদোয়ান বলেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা তিন দিনব্যাপী এই প্রকাশনা উৎসব আয়োজন করে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছে।ছাত্রশিবির একটি আদর্শিক দল, সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে গেছে ভবিষ্যতেও যাবে। যারা বইয়ের স্টল পরিদর্শন করেছে তাদেরকে একটি করে চাবির রিং উপহার স্বরূপ দেওয়া হয়েছে।