লাখাইয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান।
লাখাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন অনুপম দাস অনুপ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে অনুপম দাস অনুপ, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সিলেট জেলার বাসিন্দা অনুপম দাস অনুপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে শিক্ষাজীবন শেষ করেন। পরবর্তীতে তিনি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি হতে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন। পরবর্তীতে ৩৫তম ব্যাচের বিসিএস পরীক্ষায় তিনি প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। প্রথমে তিনি নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে দায়িত্ব পালন করেন।
১লা ফেব্রুয়ারি (শনিবার)
লাখাই উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। অনুপম দাস অনুপ দায়িত্বপালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
আরও জানা যায়, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানাকে ঢাকায় বিআরটিএ-তে বদলি করা হয়েছে।