চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদ অডিটোরিয়ামে এসোসিয়েশনের বর্তমান সভাপতি এস.এ.রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেদ হোসেনের সঞ্চালনায় ৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং মঙ্গলবার নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক,বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ড. মনির উদ্দিন, প্রফেসর ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, অধ্যাপক সালমা বিনতে শফিক, সহযোগী অধ্যাপক মো. শাহ আলম, লাইলুন নাহার ইরানী (সহযোগী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, চবি), নাসরিন আক্তার (সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, চবি), নওরীন মনির প্রমা (সহকারী অধ্যাপক, ফার্মেসী বিভাগ, চবি), জনাব নজরুল ইসলাম চৌধুরী (ভারপ্রাপ্ত সভাপতি, লক্ষ্মীপুর জেলা সমিতি, চট্টগ্রাম), জনাব ফরিদ উদ্দিন বাহাদুর (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা সমিতি, চট্টগ্রাম), মো. শাহাদাত হোসেন (সহ-সভাপতি, লক্ষ্মীপুর জেলা সমিতি), একরামুল হক মামুন (প্রোপ্রাইটর ও ম্যানেজিং ডিরেক্টর, এ. জে কর্পোরেশন), ইফতেখার হাসান তমাল (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক)
অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল— বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়া লক্ষ্মীপুরের চবিয়ান শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, ২০২২-২৩ ও ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, পিঠা উৎসব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হওয়া সদস্যদের চিত্র প্রদর্শনী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, "শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন হতে হবে। এ ধরনের আয়োজনে নবীনরা অনুপ্রাণিত হবে এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা তাদের ভবিষ্যৎ অর্জনে অনুপ্রেরণা জোগাবে।"
বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের সফল একাডেমিক ও সামাজিক পথচলার জন্য উৎসাহ প্রদান করেন এবং লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানটি বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
১ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১২ ঘন্টা ১৭ মিনিট আগে
১৯ ঘন্টা ৮ মিনিট আগে
২২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে