সাতক্ষীরার শ্যামনগরে উৎসর্গ সোসাইটির লেখক সংবর্ধনা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: এস এম তাজুল হাসান সাদ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার লেখক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লেখক ও গুনিজনদের কাজের স্বীকৃতি ও প্রেরণা যোগাতে এবং দায়িত্বশীল আদর্শ সমাজ বিনির্মানে সেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ সোসাইটির আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সানবিমস কেজি স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সোমবার, ১০ ফেব্রুয়ারী বিকাল ৪টায় উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালেশিয়ার পিএইচডি গবেষক হাফেজ মো: সালাহউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ইয়াছিন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানটিতে প্রবন্ধে গাজী নজরুল ইসলাম, সাহিত্য গবেষনায় কেরামত উল্লাহ, ছড়ায় মাহবুব বুলবুল, সম্পাদনায় মোহাম্মদ ইব্রাহিম বাহারী, কবিতায় গোলাম মোস্তফা, গীতিকাব্য ইশারুল ইসলাম ও অনুবাদে জাকির হুসাইনকে ক্রেস্ট ও সম্মাননা স্বারক তুলে দিয়ে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার লেখক, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের সৃজনশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসর্গ সোসাইটির পক্ষ থেকে আয়োজকরা এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানিয়েছেন।
৮ ঘন্টা ০ মিনিট আগে
৮ ঘন্টা ১২ মিনিট আগে
১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮ ঘন্টা ২৭ মিনিট আগে