প্রকাশের সময়: 11-02-2025 10:16:11 am
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) আয়োজিত আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২৫ ফাইনালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্যবস্থাপনা বিভাগের মেয়েরা এবং সমাজকর্ম বিভাগকে পরাজিত করে টানা চতুর্থ বারের মত চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগের ছেলেরা।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ব্যবস্থাপনা বিভাগের হয়ে খেলেন নিশাত শোভা নূর নৌশিন, সুস্মিতা রায় ও জান্নাতুল ফেরদৌস জেরিন এবং গনিত বিভাগের হয়ে খেলেন লুৎফর রহমান কাওসার, জাকিব শেখ ও মশিউর রহমান সিয়াম। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের স্বাদ পায় বিভাগ দুটি।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন ব্যবস্থাপনা বিভাগের সুস্মিতা রায় এবং গনিত বিভাগের লুৎফর রহমান কাওসার তাদের অসাধারণ নৈপুণ্য দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া ও শরীর চর্চা বিভাগের উপ- পরিচালক (ভারপ্রাপ্ত) ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান বলেন, “দেশের পরিবর্তনের পর স্বাধীন ভাবে খেলা পরিচালনা করতে পারছি যা বিগত দিনে ছিলনা। শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে তাদের ইচ্ছামত খেলতে পারছে। আজকে ফাইনালের ম্যাচগুলোতে হাড্ডা-হাড্ডি লড়াই হয়েছে মধ্য দিয়ে বিজয়ী হয়েছে দল দুটি। বিজয়ী দলগুলোকে অভিনন্দন।”
৭ ঘন্টা ১৭ মিনিট আগে
১১ ঘন্টা ২০ মিনিট আগে
১১ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪ ঘন্টা ১ মিনিট আগে
১৪ ঘন্টা ৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
১৬ ঘন্টা ৭ মিনিট আগে
১ দিন ৪৪ মিনিট আগে