ভয়েস অব ঝিনাইগাতী’র আয়োজনে ঈদ উপহার পেল আড়াই শতাধিক পরিবার কয়েকজন তরুণের বদৌলতে বদলে গেলো রোস্তম পাগলা শান্তিগঞ্জে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি মধুপুরে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশীর দোয়া ও ইফতার মাহফিল শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময় জবি শিবিরের পক্ষ থেকে শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত জবির শহীদ সাজিদের চাচার ক্ষোভ প্রকাশ প্রশাসনের বিরুদ্ধে রাজবাড়ীর চন্দনিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে তৎপর কোস্টগার্ড শ্রীমঙ্গলে এমএসবি ইসলামিক সেন্টারে রমজান মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ডোমারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান ভাড়াটিয়ার দোকানে তালা, অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বার্তা ডিসিদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা কলেজ কর্মচারীদের মাঝে রাজশাহী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ ক্যাম্পাস কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ইবি শিবিরের পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বারুণী উৎসব কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দুস্থদের ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ কমপ্লেক্স পরিচালনা কমিটির সঃসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আজমুল হক ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি’

নাচ গান কবিতায় জবিতে বসন্ত বরণ

 হলুদ শাড়ি, রঙিন আবির, আর বাউল গানে গানেকে বরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গানের তালে নাচ, কবিতার ছন্দে বসন্ত বন্দনায় অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব ‘বাউল বসন্ত’। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে জবি উদীচী সংসদের আয়োজনে এ অনুষ্ঠান হয়।


উৎসবে বাউল গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে বসন্তের আগমনকে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উদীচী কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দীন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিকালে শুরু হওয়া উৎসবে শিক্ষার্থীরা হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরে অংশ নেন। ‘আল্লাহ বলো মনে রে পাখী, মনে রে বলো মওলা পাখী’, ‘ওরে ও বন্ধুরে’সহ নানা বাউল গান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে আবৃত্তি করেন বসন্ত বন্দনার কবিতা।


এ সময় উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য কবি রহমান মুফিজ বলেন, উদীচী সেই সংগঠন, যেখানে প্রেম থাকবে, বিরহ থাকবে, কামনা থাকবে, যুদ্ধ থাকবে সবকিছু নিয়েই আমাদের জীবন। এখানে প্রত্যেকটি মানুষ নিজের গান গাইবে। গান আটকানোর ক্ষমতা কারো নাই। সরকারের বাপেরও নাই। উদীচী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ইকবালুল হক খান বলেন, আমরা সৌভাগ্যবান। আমাদের দেশটি বৈচিত্র্যময়। ঋতুরাজ বসন্ত সবার মনে নতুন প্রাণ দেয়৷ বারবার অপশক্তিগুলো ক্ষমতায় আসে।


রাষ্ট্রক্ষমতাসীন রা সঠিক ভাবে পরিচালনা করলে জুলাই গণঅভ্যুত্থান আর ফিরবে না অনুষ্ঠানে অংশ নেন অতিথি শিল্পী মুসা কলিম মুকুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্ণব ভট্টাচার্য, আকাশ গায়েন, কফিল আহমেদ, জয়ন্ত পালসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের শিল্পীরা।

আরও খবর