হলুদ শাড়ি, রঙিন আবির, আর বাউল গানে গানেকে বরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গানের তালে নাচ, কবিতার ছন্দে বসন্ত বন্দনায় অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব ‘বাউল বসন্ত’। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে জবি উদীচী সংসদের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
উৎসবে বাউল গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে বসন্তের আগমনকে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উদীচী কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দীন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বিকালে শুরু হওয়া উৎসবে শিক্ষার্থীরা হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরে অংশ নেন। ‘আল্লাহ বলো মনে রে পাখী, মনে রে বলো মওলা পাখী’, ‘ওরে ও বন্ধুরে’সহ নানা বাউল গান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে আবৃত্তি করেন বসন্ত বন্দনার কবিতা।
এ সময় উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য কবি রহমান মুফিজ বলেন, উদীচী সেই সংগঠন, যেখানে প্রেম থাকবে, বিরহ থাকবে, কামনা থাকবে, যুদ্ধ থাকবে সবকিছু নিয়েই আমাদের জীবন। এখানে প্রত্যেকটি মানুষ নিজের গান গাইবে। গান আটকানোর ক্ষমতা কারো নাই। সরকারের বাপেরও নাই। উদীচী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ইকবালুল হক খান বলেন, আমরা সৌভাগ্যবান। আমাদের দেশটি বৈচিত্র্যময়। ঋতুরাজ বসন্ত সবার মনে নতুন প্রাণ দেয়৷ বারবার অপশক্তিগুলো ক্ষমতায় আসে।
রাষ্ট্রক্ষমতাসীন রা সঠিক ভাবে পরিচালনা করলে জুলাই গণঅভ্যুত্থান আর ফিরবে না অনুষ্ঠানে অংশ নেন অতিথি শিল্পী মুসা কলিম মুকুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্ণব ভট্টাচার্য, আকাশ গায়েন, কফিল আহমেদ, জয়ন্ত পালসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের শিল্পীরা।
২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে