নীলফামারীর কিশোরগঞ্জে মানসিক ভারসাম্য হারিয়ে কীটনাশক পানে সাজু মিয়া (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
গত রোববার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ওই যুবক উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়ানখাল ডাকঘরপাড়া গ্রামের আফছার আলী'র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজু মিয়া গত কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। এমতাবস্থায় গত রোববার সকাল এগারোটার দিকে বাজার থেকে কীটনাশক ক্রয় করে নিয়ে এসে পান করেন। বাড়ির লোকজন ওষুধের গন্ধ'তে টের পায় সাজু মিয়া বিষপান করেছে। তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বিষপানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে