জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।
ক্রীড়া ও শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসানের সভাপতিত্বে ও হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। এছাড়াও দুই হল প্রভোস্টদ্বয়, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, ভলিবল ও অ্যাথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি এর আগে অনুষ্ঠিত অন্তঃহল ক্রিকেট টুর্নামেন্টের ট্রফিও প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের শারীরিক সক্ষমতা ও প্রতিযোগিতামূলক মনোভাবকে বিকশিত করার সুযোগ পায় বলে মনে করেন আয়োজকরা। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে প্রতি বছর এমন আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।