গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি গ্রেফতার।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মো. মোস্তফা মুন্সীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছেন রাজবাড়ীর আদালত।
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় গত গত ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা ওই মামরার ৩ নং আসামি মোঃ মোস্তফা মুন্সি।
০৯ মার্চ রবিবার তিনি ওই মামলার জামিন প্রার্থনা করে রাজবাড়ীর বিজ্ঞ দায়রা ও জেলা জজ আদালতে হাজির হন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর আরো অনেকের মতো মোস্তফা মুন্সি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পরে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি রাজবাড়ীর আদালতে আত্মসমর্পণ করেন।
এদিকে মোস্তফা মুন্সীকে কারাগারে পাঠানোর খবরে তার সমর্থকেরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ওই মামলায় মোস্তফা মুন্সি জড়িত নয় দাবি করে তার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।