চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দিলে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ বারইয়ারহাটে ইদারাতুল কোরআন হিফজ মাদ্রাসার উদ্বোধন লোহাগাড়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১, গুরুতর আহত ২ "রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত" "রাবিপ্রবি স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব" মোরেলগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে থানার এসআইর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জাতীয় পুরষ্কার পেলেন জসিম উদ্দিন ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে অনুপস্থিত ড. শুচিতা শরমিন বঙ্গোপসাগরে চলতি মাসেই ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আ. লীগ নিষিদ্ধের দাবি, যা বলছে সরকার আক্কেলপুর আওয়ামী লীগের চার নেতা কর্মী আটক. পীরগাছায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন সুন্দরবনের বাঘের তাড়ায় লোকালয়ে হরিণ,বনে অবমুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল বালিয়াডাঙ্গীতে "স্পীড ফাস্ট কুরিয়ার লিঃ "এর শুভ উদ্বোধন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ নওগাঁয় ককটেল বিস্ফোরণে উড়ে গেল ঘরের টি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার

"পবিএ মাহে রমজান উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত"

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া ও ইফতার উক্ত মাহফিল গতকাল ১১ মার্চ ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থা-সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর অংশগ্রহণে এ আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়। 


ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে রাঙ্গামাটির জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙ্গামাটির জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার, বিজিবি সেক্টর কমান্ডার, এনএসআই এর যুগ্ম পরিচালক জনাব মাসুদ হাসান, এনএসআই এর উপ-পরিচালক জনাব মোঃ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, রাঙ্গামাটি ডিজিএফআই এর পরিচালক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জনাব বিজক চাকমা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব স্বাগত সরকার, বন সংরক্ষক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার, জনতা ব্যাংকের ম্যানেজার জনাব অতীশ চাকমাসহ জেলার অন্যান্য দপ্তরের গণ্যমান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর মহোদয় ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 


ইফতারের পূর্বমুহূর্তে সবাইকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত আলোচনায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর জনাব ড.মোহাম্মদ আতিয়ার রহমান উপস্থিত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, "রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসের শিক্ষা আমাদের মানবিক ও নৈতিক গুণাবলী বিকাশে সহযোগী ভূমিকা রাখবে। আমাদের সবার মাঝে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তাঁর বক্তব্যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন অবকাঠামো সম্পন্ন করার আশাবদ ব্যক্ত করেন এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, আমরা এ অঞ্চলের তথা দেশের শিক্ষা-গবেষণাকে এগিয়ে নিতে বদ্ধপরিকর এবং এক্ষেত্রে বিশেষ অবদান রাখার অভিপ্রায়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। তিনি পরিস্কার-পরিচ্ছন্ন একটি ক্যাম্পাস গড়ার এবং নতুন দেশের দায়িত্ব নেয়ার জন্য শিক্ষার্থীদেরকে আহবান জানান। ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ এর চেতনাকে ধারণ করে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। এর অংশ হিসেবে ক্যাম্পাসে আমরা একটা মনুমেন্ট (স্মৃতিস্তম্ভ) তৈরি কাজ হাতে নিয়েছি, যেখানে ১৯৫২, ১৯৭১ এবং ২০২৪ এর চেতনা প্রতিফলিত হবে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি ভিন্ন মাত্রা দেবে। ছাত্রদের যে সমস্ত চাহিদা আছে তা পর্যায়ক্রমে পূরণ করা হবে এবং সেশন জট যেখানে আছে, পরীক্ষার ফলাফল যেখানে বিলম্বিত সবগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি।      


ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি সকলের জন্য দোয়া করেন এবং বিশেষত নতুন বাংলাদেশ গড়ার লক্ষে জুলাই’২৪ গণঅভ্যুত্থানের শহীদ-আহতসহ দেশ বিনির্মাণে যাঁরা ইতোপূর্বে শহীদ হয়েছেন তাঁদের ও বিশ্বমানবতা প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে দোয়া করেন।

আরও খবর