চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির নন্দীগ্রামে ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব প্রশ্ন ফাঁসের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুবি শিক্ষক কাজী আনিছ নন্দীগ্রামে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুবিতে শাহবাগ ও পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল কুবি বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবেঃ মোংলায় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদশী নাগরিককে হস্তান্তর শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) রোভার স্কাউটের নতুন কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) রোভার স্কাউটের নতুন আংশিক কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ ) বেলা পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগে অনুষ্ঠিত হয়। 


নতুন কমিটিতে মনোনিত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জিয়া উদ্দিন। যেখানে সিনিয়র রোভারমেট হিসেবে বাংলা  বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবুল মিয়া ও সিনিয়র রোভারমেট গার্ল-ইন-রোভার হিসেবে নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার লাকি (মেঘলা) মনোনীত হয়েছেন।


সিনিয়র রোভারমেট নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লিটন,কোষাধক্ষ্য মাইনুদ্দিন খন্দকার,রূপসী বাংলা কলেজের অধ্যক্ষ এবং আরএসএল ইয়াসিন,কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট এর গ্রুপ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউদ্দিন সহ রোভার স্কাউট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যবৃন্দ। কমিটি ঘোষণার পূর্বে রোভারদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষেত্র বিশেষে উদ্যমী হয়ে কাজ করার জন্য বক্তারা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।


মাইনুদ্দিন খন্দকার বলেন, "কুবি রোভার স্কাউট আন্তরিকতার স্থান, যেখানে ফিরে আসতে ভালো লাগে। বিশ্ববিদ্যালয়ের রোভাররা কুমিল্লাকে প্রতিনিধিত্ব করে, যা আমাদের গর্বের বিষয়। স্কাউটিং থেকে অর্জিত নেতৃত্ব গুণাবলি ভবিষ্যতে কর্মক্ষেত্রে কাজে আসবে।"


মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, "কুবি রোভার স্কাউটের সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আমাদের সাধ্য সীমিত, কিন্তু ইচ্ছে অপরিসীম। সকলের সহযোগিতায় আমরা সকল কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে সর্বোচ্চ চেষ্টা করি।আপনাদের সহযোগিতাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।"


নবনির্বাচিত সিনিয়র রোভারমেট বাবুল মিয়া বলেন,কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব নিয়েছি এবং গ্রুপের উন্নয়নের জন্য কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, দায়িত্ব পালন করা সাফল্যের পথ, তাই আমি সম্মানের সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।


নবনির্বাচিত সিনিয়র রোভারমেট গার্ল-ইন-রোভার মেঘলা অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি গর্বিত যে, সিনিয়র রোভারমেট (GSRM) হিসেবে দায়িত্ব পালন করছি। সকলের সহযোগিতায় আমরা সামনে এগিয়ে যাব এবং বাংলাদেশ স্কাউটসের অগ্রযাত্রা ইতিবাচক পরিবর্তন আনবে। আমাদের লক্ষ্য—‘সেবা, সংহতি ও সমতা’।”


উল্লেখ্য, দোয়া এবং ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও খবর