রংপুরের পীরগাছা উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার মাহফিলের পূর্বে পীরগাছা বাজার শাপলা চত্ত্বর সংলগ্ন সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শামসুদ্দোহা চঞ্চলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।
বিশেষ অতিথি ছিলেন সমিতির সহসভাপতি শাহনূর আলম, রফিকুল বারী, সাইফুল ইসলাম আজাদ, উপদেষ্টা আব্দুস সাত্তার, শামসুল আলম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, মাহমুদা খাতুন, যুগ্ম সম্পাদক লাতিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আফরোজ মনি, ইউনিয়ন প্রতিনিধি নিজাম উদ্দিন মন্ডল ও আশরাফুল ইসলাম, কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, কোহিনূর বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রামানিক সহ আরও অনেকে। আলোচনা শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন সমিতির কোষাধ্যক্ষ আব্দুল ওহাব।