রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এটির নাম নির্ধারণ করা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ)।
রোববার (১৬ মার্চ) ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সাথে ইউসিজি চেয়ারম্যান এস এম এ ফায়েজসহ অন্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ।
এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হচ্ছে — ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল ও সরকারের পক্ষ থেকে ডিসেম্বর মাসে গঠন করা হয় বিশেষ কমিটি। ওই কমিটির সদস্যরা দীর্ঘ তিন মাসের বেশি সময় ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, সম্মানজনক পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কাজ করেছেন।
৫ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১১ ঘন্টা ৭ মিনিট আগে
১১ ঘন্টা ৯ মিনিট আগে
১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৩ ঘন্টা ১ মিনিট আগে
১৩ ঘন্টা ১৭ মিনিট আগে