জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের লক্ষ্যে এপ্রিলের ১ম সপ্তাহে নির্বাচন কমিশন গঠন ও ভোটার তালিকা প্রণয়ন সহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেয়া এক স্মারকলিপিতে এই দাবি জানান গণতান্ত্রিক ছাত্র সংসদের জবি শাখার নেতৃবৃন্দ। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. নুর নবী, সংগঠক মো. ফয়সাল মুরাদ ও যুগ্ম সদস্য সচিব কিশোর আনজুম সাম্য।
স্মারকলিপিতে তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো - আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের কার্যক্রম শুরু করতে হবে; নিরেপক্ষ ও সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা প্রস্তুত করতে হবে; আগামী ১০ এপ্রিলের মধ্যে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্দিষ্ট সময় সীমার মধ্যে নির্বাচন শেষ করতে হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার উর্বর ক্ষেত্র হলো- ছাত্র সংসদ। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্র সংসদ ৷ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর হলেও এখনও জকসু নির্বাচন সম্ভব হয়নি। এতে করে শিক্ষার্থীদের রাজনৈতিক অধিকার খর্ব হয়েছে।
৫ ঘন্টা ২২ মিনিট আগে
১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১১ ঘন্টা ১০ মিনিট আগে
১১ ঘন্টা ১১ মিনিট আগে
১২ ঘন্টা ১ মিনিট আগে
১৩ ঘন্টা ৩ মিনিট আগে
১৩ ঘন্টা ২০ মিনিট আগে