প্রকাশের সময়: 21-03-2025 12:10:27 pm
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান ফটকের সংস্কারের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রধান ফটকের জরাজীর্ণ অবস্থা ও বিশ্ববিদ্যালয়ের নাম স্পষ্টভাবে না থাকায় দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীরা ফটক সংস্কার ও নতুন নামফলক বসানোর দাবি জানিয়ে আসছিল। তৎকালীন ভিসি অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের কাছে বেশ কয়েকবার শিক্ষার্থীরা প্রধান ফটক সংস্কারের দাবি তুলেন কিন্তু কোন প্রতিফলন লক্ষ করেনি শিক্ষার্থীরা নেওয়ার হয়নি কোন উদ্যোগ। অবশেষে প্রধান ফটক সংস্কারের দিকে নজর দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংস্কার কাজের সার্বিক অবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মুহাম্মদ ফারুক হোসাইন (চলতি দায়িত্ব) বলেন, "আমরা প্রধান ফটকের কাজ শুরু করেছি। নতুন করে রঙ করার পাশাপাশি আলোকসজ্জিত নামফলক থাকবে। ভাইস-চ্যান্সেলর স্যার যদি আমাদের অনুমোদন দেন তাহলে আমরা বাকি ফটকগুলোরও সংস্কার করবো। আশাকরি ২৬শে মার্চের আগেই ফটকের কাজ সম্পূর্ণ হবে।"
সংস্কার কাজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন, "বিশ্ববিদ্যালয়ের ফটক সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি। অনেক শিক্ষার্থীর প্রথম আবেগ শুরু হয় সেই ফটকের সামনে থেকেই। কিন্তু ভাগ্য এমন এক জায়গায় দাঁড়িয়ে যে ফটকের সামনে দাড়ানোর পর নামফলক ই চোখে পড়ে না। প্রথম যে কাজ হওয়া উচিত সংস্কারের তা হল নামফলক পরিবর্তন। সেই সাথে ২য় ফটকের সংস্কার এখন অতীব প্রয়োজনীয়। প্রশাসনের উচিত তালবাহানা বাদ দিয়ে এসব বিষয়ে মনোযোগী হওয়া এবং কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। "
গণিত বিভাগের শিক্ষার্থী আদহাম অভি বলেন, "প্রধান ফটক সংস্কার করার থেকে পূর্ণিমা করা খুব দরকার ছিলো। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকলের দাবি ছিলো বিশ্ববিদ্যালয়ের নাম যেন প্রধান ফটকে অনেক বড় করে লিখা থাকে। যা বাস্তবায়ন এ কাজ করছে প্রশাসন। তার জন্য প্রশাসনকে ধন্যবাদ।"
এ বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান এথি বলেন, "প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের নাম অবশ্যই বড় করে দিতে হবে যাতে দূর থেকে দেখা যায়। আমি নিজেই তো চশমা ছাড়া দেখি না। আর রাতের বেলায় নামফলকে লাইটিং এর ব্যবস্থা৷ করতে হবে।"
প্রধান ফটক সংস্কারের পাশাপাশি মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয় ৭১ ভাস্কর্যেরও সংস্কার করা হয়েছে।
৭ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে