মৌলভীবাজারের বড়লেখায় ইমাজিন ফাউন্ডেশন সিলেটের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফাউন্ডেশনের উপদেষ্টা ও বড়লেখা উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মরহুম মোঃ খলিলুর রহমানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার (২৩ মার্চ) বিকেল ৪ টায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর শহরের পানিধারস্থ মো. খলিলুর রহমানের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মুন্সী শরীফুল ইসলাম।
ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম ইমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক এবং যুগ্ম-মহাসচিব নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মুহিবুর রহমান কামাল, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, ফাউন্ডেশনের উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা জমির উদ্দিন, নিসচা বড়লেখা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ রুহুল, ফাউন্ডেশনের সহ-সভাপতি হাবিবুর রহমান বাদল ও কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম।
এছাড়াও ইমাজিন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠনের নেতৃবৃদ প্রমুখ।
পরে ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মরহুম খলিলুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জমির উদ্দিন।
৩ ঘন্টা ১২ মিনিট আগে
৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৭ ঘন্টা ৬ মিনিট আগে
৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ ঘন্টা ৭ মিনিট আগে
১২ ঘন্টা ২২ মিনিট আগে