জেলা পুলিশের পক্ষ থেকে নির্বিঘ্নে ঈদ উদযাপনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।সাতক্ষীরা জেলা ব্যাপী কয়েক স্তরের নিরাপত্তার আওতায় নিয়ে আসা হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরা জেলার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপনের জন্য সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে আটটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাতক্ষীরা সদর দেবহাটা, কালিগঞ্জ শ্যামনগর, আশাশুনি ও তালা এছাড়া পাটকেলঘাটা ঝাউডাঙ্গা বড় বড় বাজারগুলোতে সাদা পোশাকে নজরদারি চলছে। গরু হাট গুলোতে জাল টাকা রোদে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। ছিনতাই চুরি রোড ডাকাতি রোধে পুলিশের মোবাইল টিম মোবাইল টিম কাজ করছে। ঈদ উপলক্ষে পুলিশের নজরদারি ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুজব রোধে আধুনিক মানের ডিভাইস ব্যবহার করছে। ঈদ পালন উপলক্ষে নির্বিঘ্নে নির্ভয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সকল সময় কাজ করছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন জেলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পুলিশ নজরদারি চালাচ্ছে। টাকা লেনদেনের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবে। সার্বিক আইন-শৃঙ্খলা ভালো রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০ ঘন্টা ৬ মিনিট আগে
১০ ঘন্টা ৮ মিনিট আগে
১০ ঘন্টা ৯ মিনিট আগে
১০ ঘন্টা ১১ মিনিট আগে
১০ ঘন্টা ১৫ মিনিট আগে