খাজাঞ্চীতে ফাটলধরা কালভার্ট পুনঃনির্মাণে ইউএনও বরাবরে এলাকাবাসীর আবেদন
এস.পি.সেবু
বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত রামপাশা আরএইচডি রোড হতে প্রীতিগঞ্জ বাজার ভায়া পরগনা বাজার- লামাকাজী এলজিইডি রোডের ভোলাগঞ্জ গ্রামের দক্ষিণে সৈয়দমারা নামক স্থানে ভারী যানের চাপে ফাটল ধরা কালভার্ট পুনঃনির্মাণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বরাবরে এলাকাবাসীর পক্ষে ফরজ আলী স্বাক্ষরিত আবেদন পত্রে জানা যায় ভারী যানবাহন চলাচলের কারণে ভোলাগঞ্জ গ্রামের দক্ষিণে অবস্থিত কালভার্টটি ভেঙে গেছে, যার ফলে এলাকার লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। যে কোন সময় বড় দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
দূর্ঘটনা এড়াতে যানবাহন মানুষ চলাচলের সুবিধার কথা বিবেচনা করে কালভার্টটি পূর্ণ নির্মাণ করে দেওয়ার আহবান জানান তারা।