ভোলায় ইয়ুথ হেল্পড ফর পভার্টি এর উদ্যেগে ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ উপহার
ভোলায় ইয়ুথ হেল্পড ফর পভার্টি এর উদ্যেগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নদীর তীরবর্তী ছিন্নমূল শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় ইয়ুথ হেল্পড ফর পভার্টির সাথে যুক্ত হন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভলপমেন্ট। এসময় ইয়ুথ হেল্পড ফর পভার্টির প্রতিষ্ঠাতা কাজী এহসানুল হক জিহাদ ও ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভলপমেন্ট এর প্রতিষ্ঠাতা সাফায়াত হোসেন সিয়াম সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় কাজী এহসানুল হক জিহাদ বলেন প্রতিবছরই ঈদুল ফিতরে আমরা ছিন্নমূল মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে থাকি। সমাজের দুস্থ মানুষের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন।
শাফায়াত হোসেন সিয়াম বলেন এই আয়োজনকে সবসময় সাধুবাদ জানাই ইয়ুত হেলপড ফর পভার্টির সাথে একযোগে কাজ করে যাবো সবসময়। সর্বদা সচেষ্ট থাকবে ছিন্নমূল মানুষের পাশে আছি থাকবো সবসময়।
সংগঠনের অন্যান্য সদস্যরা বলেন শিশুদেরকে নিয়ে কাজ করতে সবসময় ভালো লাগে যতদিন পারবো নিরলস কাজ করে যাবো।