রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আয়োজনে সাবেক ও বর্তমান ছাত্রশিবিরদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) রাতে পীরগাছা মহিলা কলেজ হলরুমে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে ও ওলামা বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতের আমির ও পীরগাছা-কাউনিয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালিব হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজার রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সহকারী মোশারফ হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি শফিকুল ইসলাম মিলন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ ও সেক্রেটারী হামিদুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ডা. জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক মিফতাহুল হোসাইন আল মারুফ সহ অনেকে।