ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ইসরাইলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিকে মুক্তির দাবিতে দিনাজপুরে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে ।
সোমবার (৭এপ্রিল )সকাল ১১টায় ছাত্র জনতার ডাকে সর্বস্তরের মানুষ ও তৌহিদি জনতা সকাল থেকেই দিনাজপুর শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে।সেখানে ফিলিস্তিনের উপর ইসরাইলি বর্বরতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে ।
বাতাসে দাসের গন্ধ শুখাতে না শুখাতে ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় ইসরাইলের একের একের এক নজিরবিহীন হামলায় নারী,শিশুসহ অসংখ্য মানুষের প্রানহানি ঘটেই চলছে।দিনের পর দিন তাদের নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে ।তাদের এই আগ্রাসী মনোভাব থেকে ফিলিস্তিনিকে রক্ষার দাবি জানিয়ে গোর এ শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব হয়ে আবার বড় মাঠ চত্বরে গিয়ে শেষ হয়। হলিল্যান্ড কলেজ,আইকন কোচিং সেন্টার,নার্সিং ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তৌহিদি জনতা বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে ।এসময় বক্তব্য রাখেন ওলামাসাকের সভাপতি মতিউর রহমান কাসেমি,সাইকুল হাদিস আব্দুর রউফ,হযরত মওলানা মুনতাসির আহম্মেদ,মওলানা সোয়েব প্রমুখ।
বিশ্বের সাথে একাত্মতা ঘোষণা করে দিনাজপুরে ডাকা হরতাল ও বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে ।